ফ্রান্সে মহানবী কে অবমানা করায় ঝালকাঠিতে প্রতিবাদ News News Desk প্রকাশিত: ১০:১১ অপরাহ্ণ, নভেম্বর ৩, ২০২০ মোঃ জসিম সিকদার : ফ্রান্সে মহানবী হযরত মুহাম্মদ (স.) এর ব্যাঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে ঝালকাঠি দবদবিয়া ইউনিয়নে জিরো পয়েন্ট মিছিল করেছে দবদবিয়া ইসলামী তাওহীদি জনতা। বিকাল চার ঘটিয়া, মিছিলে নেতৃত্ব প্রধান করে ডঃ সিরাজুল ইসলাম সিরাজী, অতিথি হিসেবে উপস্থিত থাকেন মুফতি হেদায়াতুল্লাহ আজাদী, ডঃ সিরাজুল ইসলাম সিরাজী জরুরী ভিত্তিতে, সংসদ অধিবেশন ডেকে ফ্রান্সের এই অপকর্মের জন্য নিন্দা প্রস্তব পাশ এবং রাষ্ট্রীয়ভাবে ফ্রান্সের সকল পণ্য বর্জনের আহ্বান জানান এবং নাস্তিক-মুরতাদদের বিরুদ্ধে আইন পাশ করে দৃষ্টান্তমূলক বিচারের জন্য সরকারের প্রতি আহ্বান জানান। তিনি আরও বলেন, নবীজির ব্যঙ্গ কার্টুন প্রচারকারকরা গর্হিত অন্যায় করেছেন। এর প্রচ্ছয়দাতারা সমানভাবে অপরাধি। সমাবেশে তাদের ক্ষমা চাওয়ার আহ্বান জানানো হয়। বাংলাদেশ সহ বিশ্ববাসীকে ফ্রান্সের পন্য বর্জন করার জন্য আহ্বন জানান তিনি। SHARES সারা বাংলা বিষয়: ফ্রান্সে মহানবী কে অবমাননা করায় প্রতিবাদ উওাল বরিশাল