সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই চালক নিহত News News Desk প্রকাশিত: ১০:১৩ পূর্বাহ্ণ, নভেম্বর ৩, ২০২০ সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের তাড়াশের খালকুলায় সড়ক দুর্ঘটনায় ২ চালক নিহত হয়েছে। সোমবার (০২ নভম্বর’২০ইং) সকালে সিরাজগঞ্জের হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের তাড়াশের খালকুলায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন-রাজশাহীর বাঘা থানার মতিহার গ্রামের লাল চাঁদের ছেলে ট্রাক চালক জামিউল হোসেন (৪৩) এবং নোয়াখালী জেলার চর জব্বার থানার চর মহিউদ্দিন গ্রামের ইউসুফ আলীর ছেলে আইয়ুব আলী (২৮)। পুলিশ তাদের দু’জনের লাশ উদ্ধার করেছে। হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি নুরন্নবী প্রধান জানান, চট্টগ্রাম থেকে পাবনার ঈশ্বরদীগামী একটি মালবাহী লংভিকেল গাড়ী সোমবার সকালে সিরাজগঞ্জের হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের তাড়াশের খালকুলায় পৌছিলে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী আলু বোঝাই ট্রাকের সাথে মুখোমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই উভয় গাড়ীর চালকেরা নিহত হন। খবর পেয়ে পুলিশ তাদের লাশ উদ্ধার করে। SHARES জাতীয় বিষয়: সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই চালক নিহত