গুজব-অপপ্রচার যাচাইয়ে কল করুন ৯৯৯ এ News News Desk প্রকাশিত: ১২:৫৩ পূর্বাহ্ণ, নভেম্বর ৩, ২০২০ বিভিন্ন অপপ্রচার এবং গুজবে কান না দিয়ে সত্যতা যাচাই করার জন্য জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন দেওয়ার আহ্বান জানিয়েছে পুলিশ সদর দপ্তর। সোমবার (২ নভেম্বর) পুলিশ সদরদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সম্প্রতি দেশে দুর্ভাগ্যজনকভাবে সম্পূর্ণ গুজব সৃষ্ট অত্যন্ত নৃশংস কয়েকটি ঘটনা সংঘটিত হয়েছে। তাতে সম্পদ বিনষ্ট হয়েছে ও নিরীহ মানুষের প্রাণহানি ঘটেছে। দেশকে অস্থিতিশীল করার অভিপ্রায়ে একটি স্বার্থান্বেষী মহল স্পর্শকাতর ধর্মীয় বিষয়সহ নানা বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়িয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি ও জনশৃঙ্খলা বিনষ্টের চেষ্টা করছে।’ এই প্রেক্ষাপটে কোনো প্রকার গুজবে কান না দিতে এবং যাচাই ছাড়া কোনো তথ্য বা সংবাদ বিশ্বাস না করতে জনগণের প্রতি আহ্বান জানানো হয়েছে পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে। এই বিজ্ঞপ্তিতে আইন নিজের হাতে তুলে নেওয়ার ‘বর্বর প্রবণতা থেকে’ বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ জানিয়েছে পুলিশ সদর দপ্তর। এ ধরনের সকল বেআইনি কর্মকাণ্ড কঠোর হাতে দমন করা হবে বলেও জানানো হয় ঐ বিজ্ঞপ্তিতে। SHARES অাইন আদালত বিষয়: গুজব-অপপ্রচার যাচাইয়ে কল করুন ৯৯৯ এ