এসএসপি’ বরিশাল জেলা কাউন্সিল বাস্তবায়নের লক্ষ্যে কেন্দ্রে সদস্য ফরম হস্তান্তর News News Desk প্রকাশিত: ১১:৪১ অপরাহ্ণ, নভেম্বর ২, ২০২০ বিজয়ের বাংলাদেশ ডেস্ক : আজ সোমবার (২ নবেম্বর) সকাল ১০ ঘটিকায় দেশের তৃনমূল সাংবাদিকদের প্রানের সংগঠন “সম্মিলিত সাংবাদিক পরিষদের কেন্দ্রীয় সভাপতি এস এম শামসুল আলম নিক্সন এবং কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জালাল উদ্দীন জুয়েলের কাছে বরিশাল জেলা শাখার সদস্য ফরম হস্তান্তর করলেন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি রোমান চৌধুরী ও ঢাকা মহানগর কমিটির আহবায়ক মোঃ লোকমান হোসেন গিটার, এ সময় সংগঠনের উদ্দেশ্যে উপস্থিত কেন্দ্রীয় নেতারা বলেন, সাংবাদিকরা সমাজের দর্পন, আজ নবীনরা শিক্ষিত হলেও শিক্ষার কাছে অবহেলিত, তারা উচ্চ শিক্ষায় শিক্ষিত হলেও কলম চালাতে দ্বিধা বোধ করে, তাই তাদের কলমকে শক্ত করার জন্য এই সংগঠনের বিকল্প নেই। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে সততা ও নিষ্ঠা নিয়ে কাজ করার পরামর্শ দিয়ে বলেন, সততা বড় একটা শক্তি, সংবাদ প্রকাশে নৈতিকতা বজায় রাখতে হবে। একই সঙ্গে দেশের স্বার্থও বিবেচনায় নিতে হবে। দেশ ও জনগণের স্বার্থে সংগঠনকে আরো শক্তিশালী করে কাজ করতে আহবান জানান। SHARES গণমাধ্যম বিষয়: এসএসপি' বরিশাল জেলা কাউন্সিল বাস্তবায়নের লক্ষ্যে কেন্দ্রে সদস্য ফরম হস্তান্তর