ইয়াবা ও ফেন্সিডিল সহ সিরাজগঞ্জে দুই মাদক কারবারি আটক ইয়াবা ও ফেন্সিডিল সহ সিরাজগঞ্জে দুই মাদক কারবারি আটক News News Desk প্রকাশিত: ১১:৪৩ পূর্বাহ্ণ, অক্টোবর ২৮, ২০২০ এসএমএ কামাল পারভেজ, সিনিয়র রিপোর্টার : সিরাজগঞ্জ জেলার সলঙ্গা ও কামারখন্দে আলাদা আলাদা অভিযানে ফেন্সিডিল ও ইয়াবা সহ দুই মাদক কারবারিকে আটক করেছে র্যাব-১২। মঙ্গলবার (২৭ অক্টোবর’২০ইং) দুপুরে গোপন সাংবাদের ভিত্তিতে র্যাব-১২ এর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার মুহাম্মদ মহিউদ্দিন মিরাজ এর নেতৃত্বে র্যাব-১২ এর একটি চৌকস আভিযানিক দল সলঙ্গা থানাধীন হাটিকুমরুল গোলচত্ত্বরের বগুড়া রোডে এক বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ৭০ বোতল ফেন্সিডিল সহ কামরুজ্জামান (২০) নামে এক মাদক কারবারিকে আটক করে। আটককৃত কামরুজ্জামান জয়পুরহাট জেলার পাঁচবিবি থানার রায়পুর মন্ডলপাড়া গ্রামের মৃত কাওছার মোল্লার ছেলে। এরপর র্যাব-১২ কামারখন্দ উপজেলার চৌবাড়ি বাজারস্থ সোনালী ব্যাংক সংলগ্ন পূর্ব পাশের গলিতে অভিযান পরিচালনা করে ২৯৬ পিস ইয়াবা সহ নাইম ইসলাম (২১) নামে আরো এক মাদক কারবারিকে আটক করতে সক্ষম হয়। নাইম ইসলাম কামারখন্দ উপজেলার চৌবাড়ি পূর্বপাড়া গ্রামের সাইফুল ইসলামের ছেলে। পরে আটককৃত মাদক কারবারিদের বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা ও কামারখন্দ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক পৃথক ২টি মামলা দায়ের ও উদ্ধারকৃ মাদকসহ তাদের কে সলঙ্গা ও কামারখন্দ থানায় হস্তান্তর করা হয়েছে। SHARES অাইন আদালত বিষয়: ইয়াবা ও ফেন্সিডিল সহ সিরাজগঞ্জে দুই মাদক কারবারি আটক