সড়ক দুর্ঘটনায় সিরাজগঞ্জে যুবলীগ নেতা নিহত News News Desk প্রকাশিত: ৯:৩৭ পূর্বাহ্ণ, অক্টোবর ২৬, ২০২০ এসএমএ কামাল পারভেজ, সিনিয়র রিপোর্টার : সিরাজগঞ্জের তাড়াশের হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে ট্রাকচাপায় তাড়াশ উপজেলার সগুনা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মো. কামরুল হোসেন তালুুকদার (৩৮) নিহত হয়েছেন। রোববার (২৫ অক্টোবর’২০ইং) সন্ধ্যা ৬ঃ২৫ এর দিকে মহাসড়কের মহিষলুটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত কামরুল হোসেন তালুকদার উপজেলার কুন্দইল চকপাড়া গ্রামের মৃত হাজী ইসমাইল তালুকদারের ছেলে। এছাড়াও তিনি ইসহাক-তফের আলী কারিগরি কলেজের বাংলা বিভাগের প্রভাষক ছিলেন। সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলে আশিক জানান, সন্ধ্যায় হাটিকুমরুল- বনপাড়া মহাসড়ক দিয়ে মোটরসাইকেল যোগে কামরুল হোসেন তালুকদার তাড়াশে ফিরছিলেন। এ সময় মহিষলুটি এলাকার কাছাকাছি আসলে একটি দ্রুতগামী ট্রাক মোটরসাইকেলসহ তাকে চাপা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই নিহত হন। পরে খবর পেয়ে নিহতের আত্মীয় স্বজনরা তার মরদেহ উদ্ধার করে। ওসি আরও বলেন, ট্রাকচালককে আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। নিহতের পরিবারের দাবির প্রেক্ষিতে মরদেহের ময়নাতদন্ত করা হয়নি। SHARES সারা বাংলা বিষয়: সড়ক দুর্ঘটনায় সিরাজগঞ্জে যুবলীগ নেতা নিহত