বেলকুচিতে সড়ক দূর্ঘটনায় নিহত ১: সিরাজগঞ্জ News News Desk প্রকাশিত: ১০:৪৬ পূর্বাহ্ণ, অক্টোবর ২১, ২০২০ সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলার সিরাজগঞ্জ -এনায়েতপুর মহাসড়কের ত্রিমণীতে রাস্তা পাড় হতে গিয়ে বিপরীত দিক থেকে আসা ট্রাকের ধাক্কায় এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ বুধবার (২১ অক্টোবর’২০ইং) সকাল ৭ঃ৪৫ মিনিটে এ দুর্ঘটনা ঘটে।নিতহ নজরুল সরকার (৬০) উপজেলার রাজাপুর ইউনিয়নের সমেশপুর গ্রামের মৃত মেন্দু সরকারের ছেলে। প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, আজ সকাল ৭ঃ৪৫ মিনিটে সিরাজগঞ্জ-এনায়েতপুর মহাসড়কের ত্রিমণীতে রাস্তা পাড় হতে গিয়ে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সাথে ধাক্কায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান নজরুল সরকার। ইতিমধ্যে দূর্ঘটনাস্থান পরিদর্শন করেছেন বেলকুচি থানা পুলিশ। শেষ খবর পাওয়া পর্যন্ত নিহতে লাশ উদ্ধার করে পোস্ট মর্টেমের জন্য বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল পাঠানোর প্রস্তুতি চলছিলো। SHARES জাতীয় বিষয়: বেলকুচিতে সড়ক দূর্ঘটনায় নিহত ১: সিরাজগঞ্জ