২০৮ উপজেলা-ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ চলছে News News Desk প্রকাশিত: ১১:৪২ পূর্বাহ্ণ, অক্টোবর ২০, ২০২০ দেশের ২০৮টি ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ ও জেলা পরিষদে ভোটগ্রহণ চলছে। আজ মঙ্গলবার সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল ৫টা পর্যন্ত চলবে। নির্বাচন কমিশনের (ইসি) পরিচালক (জনসংযোগ) এস এম আসাদুজ্জামানের বরাত দিয়ে বার্তা সংস্থা ইউএনবি জানিয়েছে, স্থানীয় সরকার পর্যায়ে কুমিল্লার দাউদকান্দি উপজেলা পরিষদের এবং বিভিন্ন জেলার ১৫টি ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আসাদুজ্জামান আরো জানান, সাতটি জেলা পরিষদ, আটটি উপজেলা পরিষদ এবং ১৭৭টি ইউনিয়ন পরিষদের উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হতে যাওয়া ১৫টি ইউনিয়ন পরিষদ হলো—রংপুর সদর উপজেলা এবং চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার তিনটিতে, পাবনার ভাঙ্গুড়া উপজেলা ও ফরিদপুরের মধুখালী উপজেলার দুটিতে, পটুয়াখালীর কলাপাড়া উপজেলা, ভোলার লালমোহন উপজেলা, চুয়াডাঙ্গা সদর উপজেলা, নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা এবং চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার একটি। এ ছাড়া ৪১টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদের উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। SHARES নির্বাচনের মাঠ বিষয়: ২০৮ উপজেলা-ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ চলছে