সিরাজগঞ্জের উল্লাপাড়ার সিনিয়র সাংবাদিক নূর মোহাম্মদ সরকারের ইন্তেকাল News News Desk প্রকাশিত: ১০:৪৮ পূর্বাহ্ণ, অক্টোবর ১৭, ২০২০ সিরাজগঞ্জ, প্রতিনিধি : সিরাজগঞ্জের উল্লাপাড়ার সিনিয়র সাংবাদিক নুর মোহাম্মদ সরকার (৬৫) ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) শুক্রবার (১৬ অক্টোবর’২০ইং ) বাদ জুম্মা সিরাজগঞ্জ শহরের বাড়িতে তিনি মারা যান। বেশকিছুদিন ধরে লিভার ক্যান্সারে আক্রান্ত হয়ে তিনি এনায়েতপুর খাজা ইউনুস আলী হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে সহ বহু আত্মীয় স্বজন এবং গুণগ্রাহী রেখে গেছেন। তিনি উল্লাপাড়া প্রেসক্লাবের সহ-সভাপতি এবং দৈনিক খোলা কাগজ ও দৈনিক কলম সৈনিক পত্রিকার উল্লাপাড়া উপজেলা প্রতিনিধি হয়ে কাজ করেছেন। সাংবাদিক নুর মোহাম্মদ সরকারের মৃত্যুতে উল্লাপাড়া উপজেলা আওয়ামী লীগের আহবায়ক,বীর মুক্তিযোদ্ধা, বিশিষ্ট সাংবাদিক গোলাম মোস্তফা, উল্লাপাড়া প্রেসক্লাবের সভাপতি আব্দুস ছাত্তার এবং সাধারন সম্পাদক জয়নাল আবেদীন জয় সহ সাংবাদিকগণ গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন। SHARES গণমাধ্যম বিষয়: সিরাজগঞ্জের উল্লাপাড়ার সিনিয়র সাংবাদিক নূর মোহাম্মদ সরকারের ইন্তেকাল