সিরাজগঞ্জে ২’শ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক News News Desk প্রকাশিত: ১:৩৮ অপরাহ্ণ, অক্টোবর ১৭, ২০২০ সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি পুলিশ) বিশেষ অভিযান চালিয়ে সিরাজগঞ্জ পৌর এলাকার মাহমুদপুর মহল্লা থেকে ২’শ পিস ইয়াবা ট্যাবলেটসহ আব্দুস ছাত্তার (৪৪) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। আটককৃত আব্দুছ ছাত্তার রায়পুর (পশ্চিমপাড়া) গ্রামের মৃত শাহাতদ হোসেনের ছেলে। শুক্রবার (১৬ অক্টোবর’২০ইং) বিকেল ৩টার সময় এই তথ্য নিশ্চিত করে সিরাজগঞ্জ জেলা গোয়েন্দা শাখার ওসি মোঃ মিজানুর রহমান বলেন, পুলিশ সুপার হাসিবুর আলম (বিপিএম) এর দিকনিদের্শনায় এসআই ইয়াসিন আরাফাত (পিপিএম) সহ সঙ্গীয় অফিসার-ফোর্স এর সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে গত বৃহস্পতিবার (১৫ অক্টোবর’২০ইং) রাতে গোপন সংবাদের ভিত্তিতে মাহমুদপুর দক্ষিণপাড়া এলাকায় অভিযান চালিয়ে আবদুস ছাত্তারকে আটক করা হয়। এ সময় তার নিকট থেকে ২’শ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে। SHARES বিশেষ সংবাদ বিষয়: সিরাজগঞ্জে ২'শ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক