বিয়ের বয়স নিয়ে কোরআন সুন্নাহর আইন করার তাগিদ: চরমোনাই News News Desk প্রকাশিত: ১১:৫২ অপরাহ্ণ, অক্টোবর ১৬, ২০২০ শুভ : মৃত্যুদন্ড দিয়ে ধর্ষণ বন্ধ করা যাবে না, এজন্য প্রয়োজন কোরআন সুন্নাহর আইন প্রবর্তন। ধর্ষণ এবং নির্যাতনের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশ থেকে এ দাবি জানিয়েছে সমমনা ৬ ইসলামী দল। শুক্রবার জুম্মার নামাজ শেষে বায়তুল মোকাররম থেকে বিক্ষোভ মিছিল বের করে ইসলামী আন্দোলন বাংলাদেশ, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সহ ৬টি ইসলামী দল। মিছিলটি নয়া পল্টনের দিকে গেলে পুলিশ আটকে দেয়। পরে সেখানেই বিক্ষোভ সমাবেশ করে আন্দোলনকারীরা। সমাবেশে বক্তারা বলেন, দেশে পশ্চিমা সংস্কৃতি আর অশ্লীলতা চালু রেখে শুধু ধর্ষকদের বিচার করলে অনাচার বন্ধ হবে না। অশ্লীল পোশাক পরাও বন্ধ করতে হবে। সেইসঙ্গে কোরআন সুন্নাহর নীতি আদর্শ জাতীয় শিক্ষা কারিকুলামে অন্তর্ভুক্ত ও কোরআন সুন্নাহ অনুযায়ী বিয়ের বয়স কমিয়ে বিবাহ বন্ধনকে সহজ করে দিতে হবে। করারও দাবি জানানো হয় সমাবেশ থেকে। SHARES ধর্ম বিষয়: বিয়ের বয়স নিয়ে কোরআন সুন্নাহর আইন করার তাগিদ: চরমোনাই