মাহেন্দের সাথে মোটরসাইকেল ধাক্কায় শ্বশুর-জামাই আহত News News Desk প্রকাশিত: ৫:০২ অপরাহ্ণ, অক্টোবর ১৩, ২০২০ মোঃ সাইমুন ইসলাম, পটুয়াখালী জেলা প্রতিনিধি: কলাপাড়ায় মাহেন্দের সাথে মোটরসাইকেল ধাক্কায় নীলগঞ্জ ইউনিয়নের হাজীপুর গ্রামের হাবিবুর রহমান (৬৫) জামাতা মুশফিক রহিম (২৫) গুরুতর আহত হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১ টায় কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কের উমেদপুর স্থানে মোটরসাইকেল ও মহেন্দ্র সাথে ধাক্কায় আহত হয়। স্থানীয় হাজী সালাম হাওলাদার জানান, শশুর হাবিবুর রহমান কে নিজদের মোটরসাইকেল যোগে বাড়ির উদ্দেশ্যে যাওয়ার রওনা দেয়, এমন সময় উমেদপুর স্থানে কলাপাড়া থেকে আসা মাহেন্দ পিছন থেকে মোটরসাইকেল ধাক্কা লাগলে মোটরসাইকেলটি ছিটকে পরে। স্থানীয়রা তাদের আহত অবস্থায় উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসলে হাসপাতালের কর্মরত চিকিৎসক তাদের প্রাথমিক চিকিৎসা শেষে বরিশাল শেবাচিম হাসপাতালে রেফার করেন। SHARES সারা বাংলা বিষয়: মাহেন্দের সাথে মোটরসাইকেল ধাক্কায় শ্বশুর-জামাই আহত