সিরাজগঞ্জে পাওয়ার ক্লাবের ১০ আইপিএল জুয়াড়ীকে কারাদণ্ড News News Desk প্রকাশিত: ১০:০৫ অপরাহ্ণ, অক্টোবর ৮, ২০২০ এসএমএ কামাল পারভেজ, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের এনায়েতপুরের পাওয়ার ক্লাবের ১০ আইপিএল জুয়াড়ীকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মঈন উদ্দিন এ কারাদণ্ডাদেশ প্রদান করেন। কারাদণ্ডাদেশপ্রাপ্তরা হলেন, একই এলাকার হোসেন আলী (৩১), নুর ইসলাম (২৪), ইয়াসিন (২৫), ইমরান (১৯), ফজল হক (২৭), শুকুর আলী (২২), সোহেল (২২), ইমদাদুল (১৯), অমর পাল (৩৫) ও ইউসুফ (২৬)। র্যাব-১২’র মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মোঃ এরশাদুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার গভীর রাতে সিরাজগঞ্জের এনায়েতপুর থানার গোপরেখী পাওয়ার ক্লাবে অভিযান চালিয়ে আইপিএল জুয়া খেলার অপরাধে ওই ১০ জুয়াড়ীকে আটক করা হয়। SHARES জাতীয় বিষয়: সিরাজগঞ্জে পাওয়ার ক্লাবের ১০ আইপিএল জুয়াড়ীকে কারাদণ্ড