আর্জেন্টিনা দলে চোটের থাবা News News Desk প্রকাশিত: ১০:৪০ অপরাহ্ণ, অক্টোবর ৭, ২০২০ ২০২২ কাতার বিশ্বকাপের বাছাইপর্ব শুরুর আগে ধাক্কা খেল আর্জেন্টিনা। চোট পেয়ে লিওনেল স্কালোনির দল থেকে ছিটকে গেছেন গোলরক্ষক হুয়ান মুসো ও মিডফিল্ডার জিওভানি লো সেলসো। আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনের অফিসিয়াল ওয়েবসাইটে মঙ্গলবার এক বিবৃতিতে খবরটি জানানো হয়। তাদের শূন্যস্থানে কারও নাম বলা হয়নি। সেরি আর দল উদিনেজে খেলা মুসো সোমবার অনুশীলনের সময় ডান পায়ের হাঁটুতে চোট পান। আর লো সেলসো বাম ঊরুর মাংশপেশিতে চোট পান ক্লাব টটেনহ্যাম হটস্পারে থাকার সময়েই। সোমবার তাই তিনি অনুশীলন করতে পারেননি। আর্জেন্টিনার গণমাধ্যমের খবর, তাদের জায়গায় দেখা যেতে পারে লা লিগার দল কাদিসের গোলরক্ষক হেরেমিয়াস লেদেসমা ও বায়ার লেভারকুজেনের মিডফিল্ডার এসেকিয়েল পালাসিওসকে। আগামী বৃহস্পতিবার একুয়েডর ম্যাচ দিয়ে বিশ্বকাপ বাছাই শুরু করবে আর্জেন্টিনা। পাঁচ দিন পর বলিভিয়ার মুখোমুখি হবে দুইবারের চ্যাম্পিয়নরা। SHARES খেলাধুলা বিষয়: আর্জেন্টিনা