নোয়াখালী গণধর্ষণ কে কেন্দ্র করে কলাপাড়ায় মানববন্ধন News News Desk প্রকাশিত: ১২:২৯ অপরাহ্ণ, অক্টোবর ৭, ২০২০ মোঃ সাইমুন ইসলাম, পটুয়াখালী জেলা প্রতিনিধি : সারাদেশে নারী নির্যাতন ধর্ষণের প্রতিবাদে এবং ধর্ষকদের ফাঁসির দাবীতে কলাপাড়ায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১ টায় কলাপাড়া প্রেসক্লাব চত্বরে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সারাদেশব্যাপী গণধর্ষণ এবং নারীর প্রতি সহিংসতা আমাদেরকে শঙ্কিত করেছে। নোয়াখালীর বেগমগঞ্জে এবং সিলেটের এমসি কলেজের ধর্ষণের লোহমর্ষক কাহিনী আপনারা প্রত্যক্ষ করেছেন। এমতাবস্থায় ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর এবং আইনের সুশাসন নিশ্চিত করতে আগামীকাল সকাল সাড়ে দশটায় কলাপাড়া পৌর ভবন থেকে ধর্ষণ বিরোধী মানববন্ধন এবং প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছে। সভার মূল সমাবেশ স্থল: কলাপাড়া প্রেসক্লাব চত্ত্বর। উক্ত মানববন্ধনে জাতি ধর্ম বর্ণ গোত্র নির্বিশেষে সবাইকে অংশ নিয়ে নাগরিক দায়িত্ব পালন করার আহ্বান জানানো হলো। আয়োজনে: কলাপাড়ার সর্বস্তরের ছাত্র-জনতা । SHARES সারা বাংলা বিষয়: নোয়াখালী গণধর্ষণ কে কেন্দ্র করে কলাপাড়ায় মানববন্ধন