দেশের প্রথম দৈনিক সাহিত্য নিউজ পোর্টালের যাত্রা! News News Desk প্রকাশিত: ১০:১৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৬, ২০২০ দেশের প্রথম দৈনিক সাহিত্য নিউজ পোর্টাল হিসাবে যাত্রা শুরু “আলোর পথযাত্রী” আলোর পথযাত্রী সংগঠন সংক্ষেপে যাকে অনেকেই আপস নামে জানে। ২০১৭ সাথে উচ্চ মাধ্যমিক এর পড়ায়া কিছু শিক্ষার্থীদের হাত ধরে গড়ে এই সংগঠন। এর পর একের পর এক ব্যতিক্রমধর্মী কাজ করে যাচ্ছে এই সংগঠনটি। প্রথমে সাহিত্য দিয়ে যাত্রা শুরু, পরে সমাজসেবাতেও তাদের সাফল্য চোঁখে পড়ার মতন। কখন অসহায় সুবিধা-বঞ্চিত শিশুদের পাশে আবার কখনও তাদেন স্কুলে ভর্তি করে দেওয়া। সময়ের সাথে সাথে বদলেছে এর কার্যক্রমও। এবছর করোনার কারণে মাঠ পর্যায়ে কাজ করতে না পারার তারা অনলাইনেই সকল কাজ করছে। আর, তারই ধারাবাহিকতায় সকল প্রতিভার বিকাশের লক্ষ্যে তৈরি করে দেশের প্রথম সাহিত্য নিউজ সাইট। যেখানে স্থান পাবে দেশের বিভিন্ন স্থানের শিক্ষার্থীদের লেখা, গুনীজনদের জীবনী, বিনোদন, চলচ্চিত্র, উপন্যাস, ইতিহাস-ঐতিহ্য, সাস্কৃতি, খেলাধুলা সহ জানা-অজানা সকল তথ্য। আজ সংগঠন এর উপদেষ্টা, সভাপতি, সাধারণ সম্পাদক ও অন্যান্য সদস্যদের উপস্থিতিতে এই নিউজ পোর্টাল এর শুভ উদ্বোধন ঘোষনা হয়। আলোর পথযাত্রী দৈনিক সাহিত্য নিউজ। SHARES গণমাধ্যম বিষয়: