কোতয়ালী মডেল থানা বিএমপি কর্তৃক বিট পুলিশিং কার্যালয় উদ্বোধন News News Desk প্রকাশিত: ১১:২০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৫, ২০২০ ২৫ সেপ্টেম্বর ২০২০ খ্রিঃ নগরীর ২৪ নং ওয়ার্ড রুপাতলী ধান গবেষনা রোড বরিশালে ৪৭ নং বিট পুলিশিং কার্যালয় উদ্বোধন করেন, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার দক্ষিণ বিএমপি জনাব মোঃ জাকারিয়া রহমান । বিট পুলিশিং কার্যালয় উদ্বোধন শেষে সংশ্লিষ্ট বিট অফিসারের সরকারি মোবাইল নম্বর সকলকে অবগত করা হয় এবং যে-কোন প্রয়োজনে গোপনে বা প্রকাশ্যে জানাতে অনুরোধ করা হয়। এসময়ে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ কমিশনার কোতয়ালী মডেল থানা বিএমপি জনাব মোঃ রাসেল ,অফিসার ইনচার্জ কোতয়ালী মডেল থানা বিএমপি জনাব মোঃ নুরুল ইসলাম পিপিএম ,সংশ্লিষ্ট বিট অফিসার সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ ও ওয়ার্ডের সর্বস্তরের সুুশীল সমাজের প্রতিনিধিগণ । SHARES অাইন আদালত বিষয়: