পুলিশের হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পায় ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী: নরসিংদী। News News Desk প্রকাশিত: ৯:১৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৪, ২০২০ নরসিংদী থেকে এস আলম : নরসিংদীর মাধবদী থানা পুলিশের হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পায় ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী সাফিয়া তুন্নেসা নাদিয়া । এসআই সানোয়ার হোসেন সঙ্গীয় ফোর্সসহ গত ৪ সেপ্টেম্বর পলাশ থানার ডাঙ্গা ইউনিয়নের কান্দাপাড়া গ্রামের শফিউল্লাহর ছেলে কাউসার মিয়া এবং মাধবদী থানার আমদিয়া ইউনিয়নের পাকুরিয়া গ্রামের হাজী নুর নবী এর মেয়ে ষষ্ঠ শ্রেণির ছাত্রী সাফিয়া তুন্নেসা নাদিয়ার মধ্যকার বাল্যবিবাহ বন্ধ করেন পুলিশ। সাবালিকা না হওয়া পর্যন্ত মেয়ের বিয়ে দিবে না মর্মে মুচলেকা দিয়েছে মেয়ের বাবা-মা। মানবিক দিক ও পরিস্থিতি বিবেচনা করে শুধু মুচলেকা আদায় করে তাদের সতর্ক করে দেয় থানা পুলিশ। SHARES Uncategorized বিষয়: