এক বছর বসিয়ে রাখতে চায় মেসিকে : বার্সেলোনা। News News Desk প্রকাশিত: ৯:৪৩ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২, ২০২০ লিওনেল মেসির সঙ্গে চুক্তিতে বার্সেলোনার শর্তগুলো কি? এই প্রশ্নের জবাব খুঁজছেন অনেকেই। সেটি যথেষ্ট যুক্তিসংগত। কারণ দুই পক্ষ চুক্তির শর্তের দুই রকম ব্যাখ্যার ওপর দাঁড়িয়ে নিজেদের অবস্থানে অটল। বার্সার দাবি, মেসি ক্লাব ছাড়তে চাইলে তাঁকে বাই আউট ক্লজের পুরো ৭০ কোটি ইউরো দিতে হবে। অন্যদিকে আর্জেন্টাইন তারকার দাবি, শর্ত মেনেই তিনি এখন ফ্রি-এজেন্ট। এই অচলাবস্থা নিরসনে কি করতে পারে দুই পক্ষ? ইএসপিএন সূত্র মারফত জানিয়েছে, রিলিজ ক্লজ দেওয়া ছাড়াই মেসির বার্সার ছাড়ার পথ করে দিতে যাচ্ছে বার্সা। নড়েচড়ে না বসে আগে পুরোটা শুনুন। শর্তটা ভীষণ কঠিন। মেসি ফ্রি-এজেন্ট হিসেবে বার্সা ছাড়তে পারবেন যদি আগামী মৌসুমে ফুটবল না খেলেন। সহজ কথায় পরের মৌসুমে মেসি কোনো বেতন পাবেন না এবং আগামী গ্রীষ্মের আগে তিনি কোনো দলে যোগ দিতে পারবেন না—তবেই তাঁকে ফ্রি-তে ক্লাব ছাড়ার পথ করে দেবে বার্সা। তখন অবশ্য এমনিতেই মেসির সঙ্গে বার্সার বর্তমান চুক্তির মেয়াদ ফুরোবে। ২০২১ সালের জুনে বার্সার সঙ্গে বর্তমান চুক্তির মেয়াদ ফুরোবে মেসির। SHARES Uncategorized বিষয়: