বন্যায় ক্ষতিগ্রস্তদের ৭০ বাড়ি নির্মাণে বলিউড ভাইজান। : News News Desk প্রকাশিত: ৫:১৩ অপরাহ্ণ, আগস্ট ৩১, ২০২০ বন্যায় ক্ষতিগ্রস্তদের ৭০ বাড়ি নির্মাণে সহায়তা করছেন বলিউডের জনপ্রিয় তারকা সালমান খান। এর আগে করোনাকালে অসহায় ও নিম্নআয়ের মানুষকে অর্থ ও খাদ্যসহায়তা দিয়েছেন বলিউড ভাইজান। টুইটারে এ খবর নিশ্চিত করেছেন মহারাষ্ট্র রাজ্যের কেবিনেট মন্ত্রী রাজেন্দ্র পাতিল যাদ্রবকর। এর আগেই সালমান খান প্রতিশ্রুতি দিয়েছিলেন, মহারাষ্ট্রের বন্যাকবলিত গ্রাম খিদরাপুরে ক্ষতিগ্রস্ত বাড়ি পুনর্নির্মাণে সহায়তা করবেন। ২০১৯ সালে ওই গ্রামের দায়িত্ব নেন সালমান। ইতোমধ্যে বন্যায় ক্ষতিগ্রস্ত ৭০ বাড়ি পুনর্নির্মাণের কাজ শুরু হয়েছে। টুইটারে মন্ত্রী জানান, খিদরাপুরে ক্ষতিগ্রস্ত বাড়ি পুনর্নির্মাণের দায়িত্ব নিয়েছে অ্যালান ফাউন্ডেশন (দিল্লি) ও সালমান খান। কাজ শুরু হয়েছে। SHARES Uncategorized বিষয়: