গাইবান্ধায় বন্যা কবলিত মানুষের মাঝে ত্রান বিতরন :ইসলামী আন্দোলন। News News Desk প্রকাশিত: ৫:২৯ অপরাহ্ণ, আগস্ট ৩১, ২০২০ মোঃরুহুল আমীন : গাইবান্ধা বন্যা কবলিত মানুষের মাঝে পীর সাহেব চরমোনাইর পক্ষ থেকে ত্রান বিতরণ ইসলামী আন্দোলন বাংলাদেশের মুহতারাম আমীর পীর সাহেব চরমোনাইর পক্ষ থেকে গাইবান্ধা জেলা শাখার ব্যবস্থাপনায় আজ বন্যা কবলিত অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণ করা হয়। নেতৃবৃন্দ বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ যে কোন দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে ছিল, আছে এবং থাকবে ইনশাআল্লাহ। ইসলামী আন্দোলন বন্যাসহ যে কোন দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষদের পাশে সাধ্যমতো দাঁড়ানোর চেষ্টা করছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত রাখবে ইনশাআল্লাহ। তারা বন্যার্ত মানুষদের বিপদে ধৈর্য্য ধারণ করার আহ্বান জানান এবং পরিস্থিতি থেকে উত্তরণে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য কামনা করেন। এ সময় উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা ইমতিয়াজ আলম, সহ সভাপতি আলহাজ্ব আনোয়ার হোসেন, মহানগর নেতা মাওলানা ইউনুছ তালুকদার, মাওলানা এইচ এম সাইফুল ইসলাম, নজরুল ইসলাম খোকন, মুফতি আব্দুল আহাদ সহ স্থানীয় নেতৃবৃন্দ। SHARES Uncategorized বিষয়: